ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

এক মাসের আল্টিমেটাম দপ্তরিদের

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪২, ১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক মাসের আল্টিমেটাম দপ্তরিদের

নিজস্ব প্রতিবেদক :  চার দফা দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীরা।

রোববার দেশের বিভিন্ন জেলা থেকে আগত দপ্তরি কাম প্রহরীরা অধিদপ্তরের সামনে জড়ো হন। পরে অধিদপ্তরের মহাপরিচালক দাবি পূরণের আশ্বাস দিলে কর্মস্থলে ফিরে যান তারা। এসময় দাবি আদায়ে একমাসের আলটিমেটাম দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

তাদের দাবি, দপ্তরি কাম প্রহরীদের পদটি রাজস্ব খাতে অন্তর্ভুক্তকরণ, আইনানুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ, বেতন বৈষম্য নিরসন এবং সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করা।

তারা বলেন,  ‘সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭ হাজার দপ্তরি কাম প্রহরী নিয়োগ দেয়া হয়। সরকারি বিদ্যালয়ে চাকরি করেও আমরা ন্যায্য বেতন-ভাতা পাচ্ছি না। আমাদের কোন সাপ্তাহিক ছুটি নেই, নানাবিধ সমস্যার কারণে এবং চাকরি জাতীয়করণের জন্য ২০১৭ সালে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করি। চলতি বছর ৩০ জুলাই আদালতের রায় আমাদের পক্ষে আসলেও এ বিষয়ে অধিদপ্তর কোনো ব্যবস্থা নেয়নি।’

অধিদপ্তরের মহাপরিচালক এ এফ এম মঞ্জুর কাদির বলেন,  ‘দপ্তরি কাম প্রহরী পদ সৃজন করতে আমরা জনপ্রশাসনে চিঠি দিয়েছি। সেখান থেকে অনুমোদন হলে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।’

তিনি দ্রুত দাবিগুলো বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন এবং আন্দোলন ছেড়ে সবাইকে নিজ নিজ কর্মস্থলে যাওয়ার অনুরোধ জানান।


রাইজিংবিডি/ঢাকা/ সেপ্টেম্বর ২০১৯/ইয়ামিন/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়