ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

স্থলবন্দরে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩২, ২২ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্থলবন্দরে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

করোনাভাইরাস ঠেকাতে বাংলাদেশে স্থল বন্দরসমূহে বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২২ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এর সংক্রমণ যেন  না বাড়ে এবং সকর্তামূলক ব্যবস্থা হিসেবে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের চলমান স্থল বন্দরসমূহে (বেনাপোল, ভোমরা, হিলি, বুড়িমারী, দর্শনা, নাকুগাঁও, তামাবিল, আখাউড়াসহ) বিদেশি নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

 

নওমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়