ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যুব জনগোষ্ঠীর পণ‌্য বাজারজাতে ‘যুব ব্র্যান্ড’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ১২ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যুব জনগোষ্ঠীর পণ‌্য বাজারজাতে ‘যুব ব্র্যান্ড’

যুব দিবসের অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলসহ অন‌্যরা

‘‘তরুণদের উন্নয়নের স্রোতধারায় সম্পৃক্ত করতে তাদের পণ‌্য বাজারজাত করার চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলার জন্য ‘যুব ব্র‌্যান্ড’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ ও প্রান্তিক যুব জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব হবে। ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনলাইন মার্কেটিং চ্যানেল তৈরির লক্ষ্যে পাইকারি সেল ডটকম প্রতিষ্ঠা করা হয়েছে।’’

বুধবার (১২ আগস্ট) ‘বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তরুণ ও স্বেচ্ছাসেবকদের ভূমিকা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

বিশ্ব যুব দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর ও ইউএনভি বাংলাদেশের যৌথ আয়োজনে মতিঝিলের যুব ভবনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং যুব ও ক্রীড়া সচিব মো. আকতার হোসেন। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আখতারুজ্জামান কবীর অনুষ্ঠান সঞ্চালনা করেন।

যুব দিবস উপলক্ষে বুধবার সকালে পথচারী, রিকশা-ভ্যানচালকদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।

ঢাকা/আসাদ/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়