ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অতিরিক্ত সচিব হলেন ৯৮ কর্মকর্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৩:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০২০
অতিরিক্ত সচিব হলেন ৯৮ কর্মকর্তা

প্রশাসন ক‌্যাডারের ৯৭ জন যুগ্ম সচিব এবং বিদেশে মিশনে কর্মরত এক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।

শনিবার (২৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসন ক‌্যাডারের ৯৭ কর্মকর্তাকে (যুগ্ম সচিব) পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পদে নিয়োগ করা হলো। অপর এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার মো. মেহেদী হাসানকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হলো।  

ওই কর্মকর্তাদের জনপ্রশাসনে বদলি করা হলেও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়নি। পদোন্নতিপ্রাপ্তদের ই-মেইলে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।

প্রশাসনে অতিরিক্ত সচিবের স্থায়ী পদ ১৩০টি হলেও এখন অতিরিক্ত সচিবের সংখ‌্যা হলো ৬১১।

প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়