ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সামর্থ্য বাড়ায় মোটা চালের চাহিদা কমছে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ৬ মার্চ ২০২১  
সামর্থ্য বাড়ায় মোটা চালের চাহিদা কমছে: কৃষিমন্ত্রী

মানুষের ক্রয় সামর্থ্য বাড়ায় মোটা চালের চাহিদা দিন দিন কমছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

শনিবার (৪ মার্চ) রাজধানীর আফতাবনগরে বৃহত্তর ময়মনসিংহ সোসাইটির মিলনমেলায় এ কথা বলেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় এবং মানুষের ক্রয় সামর্থ্য বাড়ায় মোটা চালের চাহিদা দিন দিন কমছে। মানুষ এখন মোটা চাল খেতে চায় না। ওএমএসের চাল কিনে অনেক সময় নিজেরা না খেয়ে প্রাণিখাদ্যসহ অন্যান্য কাজে ব্যবহার করে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ এক সময় খাদ্য ঘাটতির ও দুর্ভিক্ষের দেশ হিসেবে পরিচিত ছিল। কিন্তু এখন আর সেই পরিচিতি নেই। প্রধানমন্ত্রী পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়। বরং বাংলাদেশের ঝুড়ি খাদ্যে পরিপূর্ণ। এই বাংলাদেশে এখন কেউ অভুক্ত নেই।

অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ সোসাইটির (বনশ্রী- আফতাবনগর) সভাপতি কাজী আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সোসাইটির সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক আল মাহমুদ ফায়জুল কবির প্রমুখ।

 

ঢাকা/আসাদ/এসএন 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়