ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘রমজা‌নে মাছ, মাংস, দুধ, ডিমের দাম বাড়া‌নো যা‌বে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ২১ মার্চ ২০২১  
‘রমজা‌নে মাছ, মাংস, দুধ, ডিমের দাম বাড়া‌নো যা‌বে না’

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘পবিত্র রমজানকে সামনে রেখে মাছ, মাংস, দুধ, ডিমের বাজার অস্বাভাবিক করা যাবে না। এগুলোর দাম বৃদ্ধি করা তো যাবেই না, বরং যতটা সম্ভব সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে হবে। সরবরাহ চেইনকে অবশ্যই স্বাভাবিক রাখতে হবে। এক্ষেত্রে মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর প্রয়োজনীয় সহায়তা দেবে।’

রোববার (২১ মার্চ) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাজার স্থিতিশীল রাখা এবং সরবরাহ চেইন নিশ্চিতকরণ সংক্রান্ত সভায় সভাপ‌তির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা বলেন। অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সার্বক্ষণিক তদা‌রকির নি‌র্দেশনাও দিয়েছেন মন্ত্রী।

রমজান মাসে মাছ, মাংস, দুধ ও ডিম বিক্রির জন‌্য মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে ১০টি করে ভ্যান দেওয়া হবে, জা‌নি‌য়ে মন্ত্রী বলেন, ‘মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সহায়তায় এসব ভ্যানের মাধ্যমে খামারিরা তাদের উৎপাদিত পণ্য বেচতে পারবেন। এতে জনগণের কাছে এ বার্তা পৌঁছে যাবে যে, বাজারে দাম বাড়লেও বিকল্প ব্যবস্থা আছে।’

মাছ, মাংস, দুধ, ডিমের দাম কমানোর জন্য সুপারশপের প্রতিনিধিদের অনুরোধ জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান কাজী হাসান আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহ্ মো. ইমদাদুল হক ও শ্যামল চন্দ্র কর্মকার এবং মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল, বাংলাদেশের ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সুপারশপ স্বপ্ন, বেঙ্গল মিট, যাত্রাবাড়ী মাছ ব্যবসায়ী সমিতিসহ মৎস্য ও প্রাণিসম্পদ খাত সংশ্লিষ্ট অন্যান্য অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

নঈমুদ্দীন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়