ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শখের ফ্রিজ আগুনে পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ২১ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:১৯, ২১ এপ্রিল ২০২১

‘মাত্র এক মাস আগে অনেক কষ্ট করে একটি ফ্রিজ কিনেছিলাম। অনেক দিনের শখ পূরণ করতেই মাসের পর মাস টাকা জমিয়ে ফ্রিজটি কিনেছিলাম। সর্বনাশা আগুন মুহূর্তে সব শেষ করে দিলো।’

আগুনে সব হারিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন রাজধানীর উত্তরায় বালুরমাঠ বস্তির বাসিন্দা শিল্পী বেগম।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর উত্তরায় ১০ নম্বর সেক্টরের বালুরমাঠ বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আগুনে বস্তির অনেক ঘর পুড়ে গেছে। ফলে শত শত মানুষ সর্বশান্ত হয়ে এখন পোড়া ঘরবাড়ি, আসবাবপত্রের দিকে তাকিয়ে কান্নাকাটি করছেন।

শিল্পী বেগম রাইজিংবিডিকে বলেন, ‘অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে ৩২ হাজার টাকা জমিয়ে ফ্রিজটা কিনেছিলাম। কিস্তিতে কেনার কারণে এখনো টাকা পুরোপুরি শোধ করতে পারিনি। টাকা শোধ হওয়ার আগেই ফ্রিজ শেষ হয়ে গেলো।’

তিনি বলেন, ‘শুধু ফ্রিজ না গত দুই দিন আগে এক বস্তা চাল কিনেছিলাম, আরও অনেক বাজার সদাই ছিলো, কাপড় ও কিছু টাকা ছিলো। আগুনে সবকিছু পুড়ে গেলো। সকালে অফিসে যাওয়ার আগে সবকিছু ভালো রেখে গেলাম আর এসে দেখি সব কয়লা। আমাদের মতো গরিবদের কেন এতো কষ্ট।’ 

শিল্পী বেগম বলেন, ‘গার্মেন্টসে চাকরি করি। করোনার কারণে বেতন ঠিকভাবে পাব কি না তাও জানা নেই। সামনে ঈদ। ভেবেছিলাম কিছু টাকা পয়সা নিয়ে বাড়ি যাবো। এমন সময় আগুনে আমার সব শেষ করে দিয়ে গেলো।’

পড়ুন : তুরাগে বালুরমাঠ বস্তিতে আগুন

ঢাকা/হাসিবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়