ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

২৬ এপ্রিল থেকে করোনা টিকার প্রথম ডোজ বন্ধ

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ২৫ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:৫১, ২৫ এপ্রিল ২০২১
২৬ এপ্রিল থেকে করোনা টিকার প্রথম ডোজ বন্ধ

ফাইল ফটো

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার (২৬ এপ্রিল) থেকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ থাকবে। তবে, দ্বিতীয় ডোজের টিকা দেওয়া অব্যাহত থাকবে।

রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচির সমন্বয়ক শাসমুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম জানিয়েছেন, এ ধরনের একটি চিঠি ইস্যু হয়েছে। তবে, তিনি এখনও তা হাতে পাননি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম সাংবাদিকদের বলেছেন, ‘মে মাসের প্রথম সপ্তাহে দেশে ২১ লাখ ডোজ টিকা আসবে। ভারত টিকা রপ্তানি বন্ধ রাখায় বাংলাদেশে টিকার মজুত কমে আসছে।’

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ