Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ১৪ জুন ২০২১ ||  জ্যৈষ্ঠ ৩১ ১৪২৮ ||  ০২ জিলক্বদ ১৪৪২

ডব্লিউএসআইএস পুরস্কার জিতেছে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৩, ১৮ মে ২০২১  
ডব্লিউএসআইএস পুরস্কার জিতেছে বিটিআরসি

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রবর্তনের জন্য ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) প্রাইজ-২০২১’ জিতেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (১৮ মে ) ‘ডব্লিউএসআইএস প্রাইজ ২০২১ গিভিং সিরিমনি’ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে ৯০টি প্রকল্পের মধ‌্যে থেকে ১৮টি প্রকল্পকে জয়ী ঘোষণা করা হয়।

‘অ্যাকশন লাইন সিফাইভ’ ক্যাটাগরিতে এ পুরস্কার জয়ী হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। অ্যাকশন লাইন সিফাইভের মূল প্রতিপাদ্য হলো—বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড সিকিউরিটি ইন ইউজ অব আইসিটি’স।

প্রতিবছর ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ইউনিয়নের উদ্যোগে তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের অন্যতম সম্মানজনক ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি বা ডব্লিউএসআইএস পুরস্কার দেওয়া হয়। জীবনকে সহজ করে, এমন সব ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবনকে পুরস্কৃত করে সংস্থাটি। মনোনয়নের পর ভোটাভুটির মাধ্যম সেরার পুরস্কার পায় উদ্যোগগুলো।

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়