ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হোটেল ভাড়া নিয়ে ভোগান্তিতে সৌদি প্রবাসী যাত্রীরা 

জ‌্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৫, ২২ মে ২০২১   আপডেট: ১৪:০২, ২২ মে ২০২১
হোটেল ভাড়া নিয়ে ভোগান্তিতে সৌদি প্রবাসী যাত্রীরা 

আজও সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে ভিড় করেছেন শত শত যাত্রী (ছবি: রাইজিংবিডি)

কর্মস্থলে ফিরতে নানা ভোগান্তিতে পড়ছেন সৌদি প্রবাসী যাত্রীরা। আজও শত শত যাত্রী রাজধানীর কারওয়ান বাজার সৌদি এয়ারলাইন্সের অফিসের সামনে ভিড় করেছেন। 

যাত্রীদের দাবি, তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। হোটেল বুকিংয়ের অ্যাপ থাকা স্বত্বেও নিজেরা হোটেল বুকিং দিতে পারছেন না, ফলে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

২০ মে থেকে সৌদি আরব যেতে হলে নতুন বেশ কিছু বিধিনিষেধ মানতে হচ্ছে। প্রস্তুতি নিতে না পারায় ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। টেলিফোন করে সৌদি আরবগামী যাত্রীদের ফ্লাইট বাতিলের তথ্য জানিয়ে দিচ্ছে এয়ারলাইন্সের তরফ থেকে। যদিও কবে নাগাদ সৌদি আরবগামী বিমান আবার চালু হবে, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলতে না পারায় অনিশ্চয়তায় পড়েছেন প্রবাসী যাত্রীরা।

জেদ্দা প্রবাসী যাত্রী মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘আমার ফ্লাইট আজ রাত ২টায়। টিকিট কনফার্ম করা আছে। করোনার টেস্টও করেছি। কোয়ারেন্টাইনের নামে বাড়তি ৫৫ হাজার টাকা দিতে হলো আমাকে। এই সময়ে এতগুলো টাকা কী করে যোগাড় করেছি- সেটা কেবল আমি জানি।’

রিয়াদ প্রবাসী যাত্রী মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা নিজেরা অ্যাপসের মাধ্যমে হোটেল বুকিং দিতে পারছি না। হোটেলে এক রুমে একজনকে রাখার কথা বলে আমাদের কাছ থেকে ৬৫ হাজার টাকা (২ হাজার ৯২০ রিয়াল) নিচ্ছে। অথচ রিয়াদে যাওয়ার পর এক রুমে ৩ জন করে রাখে বলে এর আগে যাওয়া অনেক যাত্রী ফোনে জানিয়েছেন। এক রুমের জন্য ৩ জনের কাছ থেকে নিচ্ছে ১ লাখ ৯৫ হাজার টাকা। কিন্তু হোটেলে ভাড়া বাবদ দিচ্ছে ১ লাখ ২৭ হাজার টাকা। মাঝের ৬৮ হাজার টাকা আমাদের কাছ থেকে প্রতারণা করে নিচ্ছে। এসব দেখার কেউ নেই।’

রিয়াদ প্রবাসী আরেক যাত্রী পারভেজ আলম বলেন, ‘আমরা অনেক কষ্ট করে বিদেশে টাকা রোজগার করি। অনেক কম খরচ করে চলে মাসে ২০-২৫ টাকা সঞ্চয় করি। বাড়িতে এসে টাকা পয়সা খরচ করে এখন খালি হাতে ফিরে যাচ্ছি। এখন এ সময়ে হোটেল ভাড়ার নামে ৬৫-৭০ হাজার টাকা কোথা থেকে দেব? ’

এইসব প্রসঙ্গে জানতে চাইলে সৌদি এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. শাহ ফয়সাল বলেন, ‘আমরা সৌদি এয়ারলাইন্সের হিসাব অনুযায়ী যাত্রীদের কাছ থেকে জেদ্দার জন্য জন প্রতি ৫৫ হাজার, রিয়াদ ৬৫ হাজার এবং দাম্মামের জন্য ৫৫ হাজার করে টাকা নিচ্ছি। এটা কোয়ারেন্টাইনে থাকার জন্য হোটেল ভাড়াসহ আনুসাঙ্গিক খরচ বাবদ।’

একজনের কথা বলে একাধিক লোক এক রুমে রাখা হচ্ছে- এ বিষয়ে মো. শাহ ফয়সাল বলেন, ‘এ ব্যাপারে আমাদের বলা হয়েছে, প্রতি রুমে একজনকেই রাখা হবে। সেখানে যাওয়ার পরে একাধিক লোক রাখা হয়েছে, এমন কোনো খবর আমাদের জানা নেই। আর সত্যি সত্যি একাধিক জনকে রাখলেও আমাদের কিছু করার নেই।’  

উল্লেখ্য, সৌদি এয়ারলাইন্সের ঢাকা অফিসের ব্যবস্থাপক জাহিদুল আবেদীন বর্তমানে ছুটিতে আমেরিকায় আছেন। তিনি কাজে যোগ দেবেন ১ জুন বলে সৌদি এয়ারলাইন্স সূত্রে জানা গেছে।

ঢাকা/মেসবাহ য়াযাদ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ