ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঘূর্ণিঝড় ‘ইয়াসে’র দুর্যোগ ব্যবস্থাপনায় প্রস্তুত বিমান বাহিনী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ২৫ মে ২০২১  
ঘূর্ণিঝড় ‘ইয়াসে’র দুর্যোগ ব্যবস্থাপনায় প্রস্তুত বিমান বাহিনী

ঘূর্ণিঝড় ‘ইয়াসে’র দুর্যোগ ব্যবস্থাপনায় সর্বাত্মক প্রস্তুতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী জাতীয় যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় দেশের প্রয়োজনে সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় ঘূর্ণিঝড় ইয়াসের জন্য দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরের তত্ত্বাবধানে ‘বিএএফ সেন্ট্রাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কন্ট্রোল রুম’ খোলার পাশাপাশি বিভিন্ন ঘাঁটিতে ২৪ ঘণ্টা প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য অপস্ রুম খোলা হয়েছে।

এছাড়া, দুর্যোগ মোকাবেলায় বিমান বাহিনী রেকি মিশন, সার্চ অ‌্যান্ড রেস্কিউ অপারেশন এবং মানবিক সহায়তা প্রদানের জন্য বিভিন্ন ধরনের বিমান ও হেলিকপ্টার প্রস্তুত রেখেছে।  

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শক্তি বাড়াচ্ছে। দেশের সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ঢাকা/হাসান/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়