ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যুক্তরাষ্ট্র ১০ লাখ অক্সফোর্ডের টিকা দিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ১১ জুন ২০২১   আপডেট: ১৫:১২, ১১ জুন ২০২১
যুক্তরাষ্ট্র ১০ লাখ অক্সফোর্ডের টিকা দিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে ১০ লাখ ৮০০ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (১১ জুন) এক বার্তায় তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন: ঢাকার পথে চীনের উপহারের ৬ লাখ টিকা

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোভ্যাক্স উদ্যোগের আওতায় বাংলাদেশকে ১০ লাখ ৮০০ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে ১৬ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা চাওয়া হয়েছিল।

এদিকে, বৃহস্পতিবার এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে টিকা আনার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে টিকা দেওয়ার জন্য অনুরোধ করেছি।  আমাদের দেশে প্রায় ১৫ লাখ মানুষ প্রথম ডোজ নিয়েছেন। টিকা না পেলে তারা দ্বিতীয় ডোজ নিতে পারছেন না।  আমরা জরুরি ভিত্তিতে তাদের কাছে টিকা চেয়েছি।’

‘তারা প্রথমে আমাদের টিকা দিতে চায়নি, আমাদের মৃত্যুর হার কম হওয়ায়।  তারা প্রথমে করোনার প্রাদুর্ভাব বেশি এবং বেশি মৃত্যু হওয়া দেশগুলোতে প্রথমে ৬০ মিলিয়ন ডোজ এবং পরে আরও ২০ মিলিয়ন, মোট ৮০ মিলিয়ন ডোজ টিকা দিতে চায়। সেখানে বাংলাদেশের নাম ছিল না’।

‘পরে আমাদের প্রবাসী ভাইয়েরা এবং আমরা হোয়াইট হাউস ও দেশটির হাই অফিশিয়ালদের রিচ করতে সক্ষম হই। তাদের বলি আমাদের ১৫ মিলিয়ন লোক প্রথম ডোজ নিয়েছে। তাদের দ্বিতীয় ডোজ না দিতে পারলে প্রথম ডোজের কার্যকারিতা নষ্ট হবে।  এরপর তারা টিকা দিতে রাজি হয়েছে। ১ হাজার ৬৫৪ জন বাংলাদেশি-আমেরিকান হোয়াইট হাউসে একটি পিটিশন করেছেন বাংলাদেশের সমস্যার বিষয়ে।আমেরিকানদের বক্তব্য হলো, বাংলাদেশে এই রোগের প্রভাব কম এবং সেজন্য তারা আমাদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে না।’

তিনি বলেন, যুক্তরাষ্ট্র জানিয়েছে, আমাদের টিকা দেবে, তবে কবে দেবে সেটি এখনও বলেনি। তারা অ্যাস্ট্রাজেনেকা ও অন্যান্য টিকা কোভ্যাক্সের অধীনে দেবে।’
 

হাসান/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়