ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফাইজারের টিকা দেওয়া হবে ২১ জুন থেকে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ২০ জুন ২০২১   আপডেট: ১৫:১৬, ২০ জুন ২০২১
ফাইজারের টিকা দেওয়া হবে ২১ জুন থেকে

করোনা সংক্রমণ রোধে দেশে প্রথমবারের মতো ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে। সোমবার (২১ জুন) থেকে ঢাকার তিনটি কেন্দ্রে টিকা দেওয়া হবে।

রোববার (২০ জুন) করোনা বিষয়ক স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও টিকা বিতরণ কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক।

আরো পড়ুন:

তিনি জানান, এই টিকা রাজধানীর ৩টি কেন্দ্রে দেওয়া হবে। কেন্দ্রগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

তিনি বলেন, ‘ইতিমধ‌্যে কোভ্যাক্স থেকে ১ লাখ ৬২০ ডোজ টিকা আমাদের হাতে এসেছে। আমরা এটিকে সংরক্ষণ করেছি। টিকা দেওয়ার জন্য গাইড লাইন এবং প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। আমরা আশা করি, আগামীকাল থেকে ফাইজারের টিকাদান কার্যক্রম শুরু করতে পারবো।’ 

ঢাকা/ হাসিবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়