ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্র্যাককে ৮৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ২৯ জুন ২০২১  
ব্র্যাককে ৮৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যারেঞ্জমেন্টের আওতায় ব্র্যাককে সহায়তা দেবে।  অস্ট্রেলিয়া তৃতীয় পর্যায়ে এসপিএ এর জন্য ব্র্যাককে সহায়তা দেবে ৮৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।

মঙ্গলবার (২৯ জুন) ঢাকায় অবস্থিত অষ্ট্রেলিয়া হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (২৮ জুন) একটি স্বাক্ষর অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যারেঞ্জমেন্টে (এসপিএ) অস্ট্রেলিয়ায় প্রতিশ্রুতি পুনব্যক্ত করেন। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এ সময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

এ সময় হাইকমিশনার বলেন, অস্ট্রেলিয়া এবং ব্র্যাক, এসপিএর অধীনে এক দশকেরও বেশি সময় ধরে দৃঢ় সম্পর্ক গড়ে তুলেছে।  আমরা উদ্ভাবন, অন্তর্ভুক্তিমূলক প্ৰবৃদ্ধি, প্রান্তিক মানুষ এবং জেন্ডার সমতার জন্য একটি যৌথ প্রতিশ্রুতি ভাগ করে নিয়েছি। আমি অত্যন্ত সন্তুষ্ট আমাদের অংশীদারিত্বের ধারাবাহিকতা ঘোষণা করতে পেরে যা অস্ট্রেলিয়ার বাংলাদেশকে সহায়তা করার অংশ এবং কোভিড-১৯ এর প্রভাব মোকাবেলায় এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করবে।

ব্র্যাকের নির্বাহী কর্মকর্তা আসিফ সালেহ বলেন, অস্ট্রেলিয়ার সাথে এসপিএ এর তৃতীয় পর্যায় শুরু করতে পেরে আমরা অত্যন্ত সন্তুষ্ট। গত এক দশকে, আমাদের অংশীদারিত্ব বেশ কিছু গুরুত্বপুর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করেছে যা দারিদ্র্য, শরণার্থী সংকট এবং জেন্ডার অসমতার সাথে জড়িত।  কোভিড-১৯ এর ফলে হওয়া আর্থ-সামাজিক ক্ষতি  বিবেচনা করলে, বিশ্বস্ত বন্ধুদের মধ্যে পুনরায় নবায়ন করা এই চুক্তি এর থেকে গুরুত্বপূর্ণ সময়ে আর হতে পারতো না।

/হাসান/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়