ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শুক্রবার দেশে আসছে মডার্নার টিকা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ১ জুলাই ২০২১   আপডেট: ১৭:২৭, ১ জুলাই ২০২১

যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার টিকা দেশে আসছে শুক্রবার (২ জুলাই)।

বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল যেকোনো সময়ে টিকা এসে পৌঁছাতে পারে।  মন্ত্রীও এসময় উপস্থিত থাকতে পারেন।

এর আগে গত ২৭ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ওষূধ প্রশাসন অধিদপ্তরের আবেদনের পরিপ্রক্ষিতে মডার্নার টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। 

গত ২৬ জুন এক টুইট বার্তায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বাংলাদেশকে শিগগিরই ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেওয়ার কথা জানিয়েছিলেন।

মডার্নার টিকা ১৮ বছর বা এর বেশি বয়সীদের দেওয়া যায়। প্রত্যেককে এই টিকার দুই ডোজ করে দিতে হয়। টিকাটির প্রথম ডোজ নেওয়ার ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, এই টিকা করোনার বিরুদ্ধে ৯৪ দশমিক ১ শতাংশ পর্যন্ত কার্যকর।

ঢাকা/সাওন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ