ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ডিজিটাল দেশ হিসেবে সারা বিশ্বে খ্যাতি পেয়েছে বাংলাদেশ’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ৩ জুলাই ২০২১  
‘ডিজিটাল দেশ হিসেবে সারা বিশ্বে খ্যাতি পেয়েছে বাংলাদেশ’

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময়ের অপরিচিত বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে সক্ষম হয়েছেন। তার নেতৃত্বে ডিজিটাল দেশ হিসেবে সারা বিশ্বের কাছে খ্যাতি পেয়েছে বাংলাদেশ।’

শনিবার (৩ জুলাই) টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘ভাতা বিতরণে ডিজিটাল প্রযুক্তি: স্বচ্ছতা ও জবাবদিহিতার নিশ্চয়তা’ শীর্ষক ওয়েবিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদীর সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআরএনবির সাধারণ সম্পাদক সমীর কুমার দে।

সমাজকল‌্যাণমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে দ্বিতীয়বার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ডিজিটাল বাংলাদেশ গড়ার যে লক্ষ‌্য নির্ধারণ করেছিলেন, স্বাধীনতাবিরোধীরা তাকে তুচ্ছ-তাচ্ছিল্য ভেবে মানুষকে বিপথগামী করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। প্রধানমন্ত্রী তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করে দেখিয়েছেন।’

মন্ত্রী আরও বলেন, ‘করোনা মহামারিতেও আমাদের উন্নয়নের গতি অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী। তার নির্দেশনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তিসহ ডিজিটাল পদ্ধতিতে প্রায় ১ কোটি মানুষকে ভাতা দিতে সক্ষম।’

ঢাকা/আসাদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়