ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনা প্রতিরোধ সামগ্রী উপহার দিলো জাপান

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ৪ জুলাই ২০২১  
করোনা প্রতিরোধ সামগ্রী উপহার দিলো জাপান

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে তিন লাখ ৪০ হাজার পিপিই উপহার দিয়েছে জাপান।

রোববার (৪ জুলাই) ঢাকাস্থ জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

জাপান ও এশিয়া-ইউরোপ ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এই উপহার হস্তান্তর করা হয়। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মুহম্মদ খুরশীদ আলমের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।

জাপানের দেওয়া উপহারের মধ্যে রয়েছে ৩০ হাজার গাউন, ২ লাখ সার্জিক্যাল মাস্ক, ৮ হাজার রেস্পিরেটর মাস্ক, ২ হাজার গগলস ও এক লাখ গ্লাভস।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, করোনার এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকতে পেরে আমরা সন্তুষ্ট।  বাংলাদেশ এই কঠিন সময় অতিক্রম করবে বলে প্রত্যাশা করে জাপান।

/হাসান/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়