ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

লকডাউনের ৯ম দিন: রিকশা চললেও যাত্রী কম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ৯ জুলাই ২০২১  
লকডাউনের ৯ম দিন: রিকশা চললেও যাত্রী কম

লকডাউন, বৃষ্টি আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর বিভিন্ন সড়ক বলতে গেলে একেবারেই ফাঁকা। তবে তুলনামূলকভাবে অন্যদিনের চেয়ে কম হলেও রিকশার দাপট চলছেই। ভাড়া না পাওয়ায় অনেক রিকশাচালক অলস সময় পার করছেন। সড়কে রিকশা ছাড়া পণ্যবাহী কিছু যানবাহন চলাচল করছে। ব্যক্তিগত গাড়ির সংখ্যা হাতেগোনা। কিছু হকারকে পণ্য বিক্রি করতেও দেখা যায়। অন্যদিকে হোটেল-রেস্তোরাঁ, ওষুধ ও ফলের দোকানগুলো রয়েছে খোলা। তবে এসব দোকানে ক্রেতা তেমন দেখা যায়নি।

শুক্রবার (৯ জুলাই) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা ঘুরে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন বেশ তৎপর। সকালে সেনাবাহিনী, বিজিবি টহল দিয়েছে। যাত্রাবাড়ীর গোলচত্তর ঘিরে পুলিশ, আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। 

তারপরও সুযোগ পেলে মোড়ে জটলা করছেন রিকশা চালকরা। কিন্তু যাত্রীর সংখ্যা খুবই কম। একজন যাত্রী দেখলেই হাঁকডাক করছেন তারা। ভাড়াও কমিয়ে দিয়েছেন কিছুটা। অন্যদিন যাত্রাবাড়ী-সাইনবোর্ড ১৫০ টাকা নিলেও আজ নিচ্ছে ১০০ টাকা।

কথা হয় রিকশাচালক তবীরুলের সঙ্গে। তিনি বলেন,‘১৪ বছর ধরে ঢাকা শহরে রিকশা চালায়। এমন খারাপ অবস্থা আগে কখনো দেখিনি। আগে প্রতিদিন ৯০০ থেকে হাজার টাকা ইনকাম হতো। এখন ৪০০ থেকে ৫০০ টাকাও হতে চাই না। রাস্তায় যাত্রীই তো নাই।’

তিনি আরও বলেন,‘লকডাউন শুরু হওয়ার পর ঢাকার আশে-পাশের জেলাগুলো থেকে শত শত রিকশা রাজধানীতে প্রবেশ করে। এসব রিকশার কারণেই আমাদের ক্ষতি হয়েছে।’

দায়িত্বরত পুলিশ সদস্য সোলায়মান বলেন,‘ সকাল থেকে ডিউটিতে আছি। সেনাবাহিনী, বিজিবি টহল দিয়ে গেছে। আমরা এখনো আছি। সড়কে অন্যদিনের তুলনায় আজ ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম। রিকশা চলছে। মানুষ মাস্ক পড়ছে। তবে রিকশাচালকদের মাস্ক পড়ে থাকলে না কি নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এজন্য মাঝে মাঝে মাস্ক খুলে ফেলে। এরকম দেখলে তাদের মাস্ক পরার জন্য বলছি। আর তাদের একসাথে জটলা হতে দিচ্ছি না।’

/মামুন/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়