ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট নিয়ে অবহেলা সহ্য করা হবে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ৯ জুলাই ২০২১   আপডেট: ২৩:৫৩, ৯ জুলাই ২০২১
‘প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট নিয়ে অবহেলা সহ্য করা হবে না’

ফাইল ছবি

আশ্রায়ণ প্রকল্প প্রধানমন্ত্রীর ‘ড্রিম প্রজেক্ট’ জানিয়ে এই প্রকল্পে কোনো অনিয়ম-অবহেলা সহ্য করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন।

শুক্রবার (৯ জুলাই) মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

সম্প্রতি বাড়ি নির্মাণে বিভিন্ন অঞ্চলে অনিয়মের চিত্র তুলে ধরে শুক্রবার জেলা-উপজেলাকে পাঁচটি ব্লকে ভাগ করে পরিদর্শন শুরু করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৫টি টিম।

মুন্সীগঞ্জে আশ্রায়ণের বাড়ি পরিদর্শনকালে প্রকল্প পরিচালক মাহবুব হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট হলো আশ্রায়ন প্রকল্প। এটা প্রধানমন্ত্রীর প্রকল্প। একটা গরীব লোক যিনি ঘর পাচ্ছেন এটা তার একটা স্বপ্নে সূচনা হয়।  কাজেই এটা নিয়ে আমরা কোনো অবহেলা করবো না এবং কোনো অবহেলা সহ্য করবো না।’

বিভিন্ন এলাকায় আশ্রায়ণ প্রকল্পে অনিয়মের অভিযোগ কমিটি করে তদন্ত করা হচ্ছে বলে জানান প্রকল্প পরিচালক।

মুন্সীগঞ্জে একটি এলাকায় কিছু বাড়ির ফ্লোর ফেটে যাওয়া বিষয়ে মাহবুব হোসেন বলেন, ‘এটা নিয়ে আমরা কমিটি গঠন করেছি।  মুন্সীগঞ্জ সদরে এ কাজের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন তারা সকলে ওএসডি হয়েছেন।  চাকরি বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘করোনাকালীন সময়ে ১ লাখ ১৮ হাজার ৩৮০টি ঘর দেওয়া এটা কম কথা নয়।  তাদের কাজকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই।  কিন্তু আমাদের মনটাই খারাপ হয়, যখন আমরা দুই চারটা সমস্যার কথা শুনি।’

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার, আশ্রয়ণ-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহেদুর রহমান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ.বি.এম সরওয়ার-ই-আলম সরকারসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/পারভেজ/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়