ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন 

জ‌্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ১৩ জুলাই ২০২১   আপডেট: ১২:৫১, ১৩ জুলাই ২০২১
লকডাউন শিথিল করে প্রজ্ঞাপন 

পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই ২০২১ তারিখ মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত চলমান বিধিনিষেধ শিথিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। 

প্রজ্ঞপনে বলা হয়েছে, উল্লেখিত সময়ে স্বাস্থ‌্যবিধি মেনে গণপরিবহন চলবে। এছাড়া, দোকানপাট ও শপিংমল খোলা থাকবে। তবে ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত পুনরায় কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

করোনা সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে সরকার কয়েক ধাপে বিধিনিষেধ দিয়েছে। তবে গত ১ জুলাই থেকে সারাদেশে কঠোর বিধিনিষেধ জারি করা হয়। প্রথমে এক সপ্তাহের জন্য বিধিনিষেধ ঘোষণা করা হলেও পরে তা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়েছে।

আরও পড়ুন: স্বাস্থবিধি মেনে গণপরিবহন চলবে

## ঈদের পর আবার কঠোর লকডাউন

## খোলা থাকবে শপিংমল 

 প্রজ্ঞাপন দেখুন এখানে

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়