ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫০ বছরে আইএসপিআর: বঙ্গবন্ধুর সমর দর্শন ও সশস্ত্র বাহিনী বিষয়ে বই প্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ২০ জুলাই ২০২১   আপডেট: ১৮:৩৩, ২০ জুলাই ২০২১
৫০ বছরে আইএসপিআর: বঙ্গবন্ধুর সমর দর্শন ও সশস্ত্র বাহিনী বিষয়ে বই প্রকাশ

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ৫০ বছরে পদার্পণ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমর দর্শন ও সশস্ত্র বাহিনী’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল সোমবার (১৯ জুলাই) আইএসপিআর প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন করেন।

এ বইতে বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের পর থেকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, বিজয় দিবস এবং পরবর্তী তিন বছর তার শাসনামলে সমর দর্শন ও স্বাধীন বাংলাদেশে সশস্ত্র বাহিনী গঠন ও বাহিনীগুলোর আধুনিকায়ন সম্পর্কে আলোচনা করা হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল তার বক্তব্যে আইএসপিআরের পরিচালকসহ পরিদপ্তরের সব সদস‌্যকে কাজের প্রতি আন্তরিক ও নিষ্ঠাবান থেকে সশস্ত্র বাহিনীর প্রচার ও জনসংযোগ কাজ যুগের সঙ্গে তাল মিলিয়ে করার আহ্বান জানান। এ বইয়ের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান তিনি।

আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালকে আইএসপিআর আয়োজিত অনুষ্ঠানগুলোতে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আইএসপিআর অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে একটি বকুল গাছের চারা রোপণ করেন। এছাড়া, তিনি আইএসপিআর অফিস পরিদর্শন করেন এবং সকল পদবির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ একটি গাছের চারা রোপণ করেন। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও আইএসপিআরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়