ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহণকারীদের ৯৮ শতাংশের অ্যান্টিবডি তৈরি হয়েছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৩৫, ৩ আগস্ট ২০২১   আপডেট: ০১:২২, ৩ আগস্ট ২০২১
অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহণকারীদের ৯৮ শতাংশের অ্যান্টিবডি তৈরি হয়েছে

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা গ্রহণকারীদের প্রায় সবার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় তথ্য উঠে এসেছে। 

গবেষকরা বলছেন, টিকাগ্রহণকারীদের ৯৮ শতাংশের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার প্রমাণ পেয়েছেন তারা। বাকি ২ শতাংশ আগে থেকেই ’ইমিউন কম্প্রমাইজড’ ছিলেন।

‘হেমাটোলজিক্যাল প্যারামিটার্স অ্যান্ড অ্যান্টিবডি টিটার আফটার ভ্যাকসিনেশন এগেইনস্ট সার্স-কোভ-২’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি সোমবার প্রকাশ করা হয়।

গবেষকদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত কোভিড-১৯ টিকা গ্রহণকারী ২০৯ জনের ওপর এই গবেষণা চালানো হয়েছে।

গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে তিন-চতুর্থাংশ পুরুষ এবং অর্ধেকের বেশি স্বাস্থ্যসেবা প্রদানের সাথে জড়িত। অংশগ্রহণকারীদের মধ্যে ৩১ শতাংশের আগে করোনা হয়েছিল। অর্ধেকেরও বেশি অংশগ্রহণকারী আগে থেকেই ডায়বেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানিসহ অন্যান্য রোগে ভুগছিলেন।

তবে এ ধরনের রোগের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই টিকা গ্রহণের পর এন্টিবডি তৈরিতে কোন পার্থক্য পরিলক্ষিত হয়নি। ৪২ শতাংশ অংশগ্রহণকারী টিকা গ্রহণের পরে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন, সকলের ক্ষেত্রেই উপসর্গ মৃদু ছিল।

বর্তমানে আরও কয়েক ধরণের টিকা এ কর্মসূচিতে ব্যবহৃত হচ্ছে। টিকাদান এর উদ্দেশ্য হল মানবদেহে করোনাভাইরাসের বিরুদ্ধে এন্টিবডি তৈরি করা– যা ভবিষ্যতে কোভিড-১৯ আক্রান্ত হবার এবং আক্রান্ত হলে রোগের তীব্রতার সম্ভাবনা কমায় বলে পূর্ববর্তী গবেষণায় জানা গেছে।

এই বিষয়ে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, প্রধান গবেষক এর নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়েছে। প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন এবং অত্র বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দীন শাহ সহ-গবেষক হিসেবে প্রকল্পটিতে যুক্ত ছিলেন।

অধ্যাপক ডাক্তার সালাউদ্দিন শাহ বলেন, রক্ত জমাট বাধা বা এরকম অন্য কোন জটিল পার্শ্ব প্রতিক্রিয়া গবেষণাকালিন পরিলক্ষিত হয়নি। পার্শ্বপ্রতিক্রিয়ার সাথে অ্যান্টিবডির উপস্থিতির কোন সম্পর্ক পাওয়া যায়নি। টিকা গ্রহণকারীদের মাঝে ৯৮ শতাংশের শরীরে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে। যারা আগে করোনা আক্রান্ত হয়েছিলেন, তাদের শরীরে তুলনামূলক বেশি অ্যান্টিবডি পাওয়া গিয়েছে।’

তিনি বলেন, ‘এ গবেষণা থেকে বাংলাদেশের জনগণের উপর টিকা প্রয়োগের পর কার্যকর অ্যান্টিবডি তৈরির প্রমাণ পাওয়া যায়। তবে সময়ের সাথে অ্যান্টিবডি উপস্থিতির পরিবর্তন এবং পাশাপাশি টিকাদান কর্মসূচিতে নতুন অন্তর্ভুক্ত অন্যান্য টিকার অ্যান্টিবডি তৈরির কার্যক্ষমতা পর্যালোচনার জন্য আরও গবেষণা প্রয়োজন।

কোভিড মোকাবেলায় টিকাদান কর্মসূচিকে সার্থক করার বিকল্প নেই। পাশাপাশি প্রয়োজনীয় সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধির যথাযথ অনুসরণ নিশ্চিত করা অপরিহার্য।

কোভিড-১৯ মহামারিতে বিশ্ব আজ বিপর্যস্ত। বাংলাদেশে করোনাভাইরাস মহামারির তৃতীয় ঢেউ চলমান। দেশে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন ২১ হাজার ১২১ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জন।

ঢাকা/এমএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়