ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘বঙ্গবন্ধু আজীবন মানুষের সেবায় কাজ করে গেছেন’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ১৫ আগস্ট ২০২১  
‘বঙ্গবন্ধু আজীবন মানুষের সেবায় কাজ করে গেছেন’

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই একটি স্বাধীন দেশ, একটি পতাকা।  বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। বঙ্গবন্ধু আজীবন মানুষের সেবায় কাজ করে গেছেন।

রোববার (১৫ আগস্ট) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  বঙ্গবন্ধুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে রূপগঞ্জ উপজেলা প্রশাসন এ  আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকারী দেশের বাইরে পালিয়ে আছে দ্রুত তাদের দেশে ফিরিয়ে আইনের আওতায় আনা হবে।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম, সাবিনা ইয়াসমিন (অতি. সচিব), এস এম সেলিম রেজা (অতি. সচিব), মো. মাহমুদ হোসেন (অতি. সচিব), বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

/আসাদ/এসবি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়