ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন সচিব শেখ সলীম

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ১৯ আগস্ট ২০২১  
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন সচিব শেখ সলীম

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। তিনি অর্থ বিভাগের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়েছেন। তার এই পদোন্নতির পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম চলতি মাসেই অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি শেষে আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া সচিব সম্পর্কে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘তিনি একজন দক্ষ কর্মকর্তা। আশা করছি নতুন পদে যোগ দেওয়ার পর তিনি তার মেধা দিয়ে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবেন।’

ঢাকা/হাসনাত/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়