Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৯ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৩ ১৪২৮ ||  ১১ রবিউল আউয়াল ১৪৪৩

একের পর এক সংসদ সদস্য হারাচ্ছি: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ১৪ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৪:০৬, ১৪ সেপ্টেম্বর ২০২১
একের পর এক সংসদ সদস্য হারাচ্ছি: প্রধানমন্ত্রী

জাতীয় পার্টির সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা একের পর এক সংসদ সদস্য হারাচ্ছি। 

মঙ্গলবার (১৪ আগস্ট) জাতীয় সংসদে এই সংসদ সদস‌্যকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আরও একজন সংসদ সদস্যকে হারালাম। তিনি অত্যন্ত বিদুষী ছিলেন। তার মতো শিক্ষা-দীক্ষা ও জ্ঞানসন্মত মানুষ কমই পাওয়া যায়। তিনি একাধারে রাজনীতিবিদ, চিত্রশিল্পী, সমাজসেবক, নারী উদ্যোক্তা, খেলাধুলাসহ নারীদের নতুনভাবে প্রেরণা যুগিয়েছেন। এরকম বহুগুণ সম্পন্ন মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন। এটা আমাদের সমাজের জন্য বিরাট ক্ষতিসাধন হলো।’

তিনি বলেন, ‘দুর্ভাগ্য হলো এই সংসদের একের পর এক সদস্য হারাচ্ছি। এবার যখন শুরু করলাম দুই জন সংসদ সদস্য হারালাম। আবার এবার মুলতবি অধিবেশনের আগে কালকেই খবর পেলাম এই মৃত্যুর খরব। সত্যি খুবই হৃদয় ভারাক্রান্ত হলো।’

শেখ হাসিনা বলেন, ‘তিনি একজন চিত্রশিল্পী ছিলেন। তিনি বিদেশে পড়ালেখা করেছেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করেছেন। ডিবেটিং ও রোভার স্কাউট সর্বক্ষেত্রে তার বিচরণ ছিল। এমনই গুণ সম্পন্ন একজন মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন।’

তিনি আরও বলেন, ‘এই সংসদে আমরা এতজন সংসদ সদস্য হারালাম এটা সত্যিই খুব দুঃখজনক। এরকম প্রতিদিন প্রতিমুহুর্তে শোক প্রস্তাব নিতে চাই না। আল্লাহ আমাদের  সবাইকে সুস্থ রাখুক।’

এ সময় তিনি আরও বলেন, ‘করোনাকালীন সময় সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলি। আমাদের দেশের মানুষ এবং প্রবাসী যারা আছেন প্রত্যেকেরই মঙ্গল কামনা করছি।’

ঢাকা/আসাদ/ইভা 

সর্বশেষ