ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

রেলের বুকিং সহকারীদের প্রাপ্য সম্মানি পরিশোধের দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০২১  
রেলের বুকিং সহকারীদের প্রাপ্য সম্মানি পরিশোধের দাবি

দুই বছর ধরে রেলওয়ের বুকিং সহকারীদের সম্মানির অর্থ পরিশোধ করছে না কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস)। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি। অবিলম্বে বুকিং সহকারীদের প্রাপ্য সম্মানি দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির।

তিনি বলেন, ‘অনলাইনে বিক্রিত টিকিট প্রিন্ট করাসহ কাউন্টারে টিকিট বিক্রির জন্য রেলওয়ে বুকিং সহকারীদের প্রতি মাসে ১ হাজার টাকা করে সম্মানি দেওয়ার কথা থাকলেও দুই বছর ধরে সারা দেশের প্রায় ৪৫০ জন বুকিং সহকারীকে কোনো অর্থ দিচ্ছে না সিএনএস। সাধারণত সিএনএস প্রতি মাসে ৩ হাজার টিকিট বিক্রির জন্য বুকিং সহকারীদের ১ হাজার টাকা দিয়ে থাকে। রেলওয়েতে বুকিং সহকারীরা অল্প বেতনে চাকরি করেন। বুকিং সহকারীদের অর্থ না পাওয়ার ব্যাপারে রেল কর্তৃপক্ষের নীরবতা আমাদের হতাশ করেছে। বুকিং সহকারীদের দায়িত্ব পালনকালে পান থেকে চুন খসলেই বদলি, সাময়িক বরখাস্ত করাসহ বিভিন্ন প্রকার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে রেল কর্তৃপক্ষ।’

ঢাকা/হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়