ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পল্লি চিকিৎসকদের জন্য নীতিমালা : স্বাস্থ্যমন্ত্রী

শফিক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ১৮ মার্চ ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পল্লি চিকিৎসকদের জন্য নীতিমালা : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৮ মার্চ : স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পল্লি চিকিৎসকদের প্রশিক্ষণ ও রেজিস্ট্রেশন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। প্রশিক্ষণ ও রেজিস্ট্রেশন ছাড়া কাউকে চিকিৎসা করতে দেওয়া হবে না।

মোহাম্মদ নাসিম বলেন, হাতুড়ে ডাক্তাররা যেন অপচিকিৎসা করে গ্রামের মানুষকে ক্ষতিগ্রস্ত না করে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। অপচিকিৎসায় কারো মৃত্যু হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

মঙ্গলবার সচিবালয়ে বঙ্গবন্ধু গ্রাম ডাক্তার পরিষদ এবং বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রী সমিতির নেতাদের উদ্দেশে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসেবা পাওয়া জনগণের সাংবিধানিক অধিকার। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এজন্য তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে।

এর আগে ঢাকা শিশু হাসপাতালের ম্যানেজিং কমিটির সভানেত্রী অধ্যাপক শাহ্লো খাতুনের নেতৃত্বে বোর্ডের সদস্যরা সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। স্বাস্থ্যমন্ত্রী ঢাকা শিশু হাসপাতালের সমস্যার কথা শোনেন এবং সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

ঢাকা শিশু হাসপাতালের পক্ষ থেকে হাসপাতালের পরিচালক ডা. মনজুর হোসেন তার এক উপস্থাপনায় ঢাকা শিশু হাসপাতাল আইন প্রণয়ন, হাসপাতালের অভ্যন্তরের জরুরি কোয়ার্টারটি শিশু হাসপাতালের নামে বরাদ্দ এবং সরকারি অনুদান বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেন।

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়নের উদ্যোগ নিয়েছে। স্বাস্থ্য খাতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেসবের ফল জনগণ পেতে শুরু করেছে।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর ঢাকা শিশু হাসপাতাল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশু হাসপাতালের উন্নয়নে বহু প্রকল্প অনুমোদন দিয়েছেন। এসব প্রকল্প অত্যন্ত সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।

রাইজিংবিডি/শফিক/শামসুল/কে. শাহীন/ক.কর্মকার


রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়