ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাত বিভাগীয় শহরে হবে নারীদের গাড়ি চালানোর প্রশিক্ষণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২১  
সাত বিভাগীয় শহরে হবে নারীদের গাড়ি চালানোর প্রশিক্ষণ

উপজেলা পর্যায়ে মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়বর্ধক প্রকল্পের মাধ্যমে সাতটি বিভাগীয় শহর ও পাবনা জেলায় নারীদের গাড়ি চালানো এবং বেসিক মেইনটেনেন্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আগামী দেড় বছরে আটটি কেন্দ্রে ৩০ জন করে ছয় ব্যাচে মোট ১ হাজার ৪৪০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে বাংলা ও ইংরেজি ভাষায় সনদ দেওয়া হবে।

এ প্রশিক্ষণ দেওয়ার লক্ষ‌্যে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তর এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মহিলাবিষয়ক অধিদপ্তরের পক্ষে এর মহাপরিচালক রাম চন্দ্র দাস ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের পক্ষে এর চেয়ারম্যান মো. তাজুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—মহিলাবিষয়ক অধিদপ্তরের আইজিএ প্রকল্প পরিচালক মো. তরিকুল ইসলাম, পরিচালক মনোয়ারা ইশরাত এবং বিআরটিসির পরিচালক কর্নেল মো. জাহিদ হোসেন ও জেনারেল ম্যানেজার মেজর মো. মোক্তারুজ্জামান।

ঢাকা/হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়