ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রা বিরতি করবে আন্তঃনগর ট্রেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৫, ১৩ নভেম্বর ২০২১   আপডেট: ১৪:৫৭, ১৩ নভেম্বর ২০২১
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রা বিরতি করবে আন্তঃনগর ট্রেন

মন্ত্রী যাত্রীদের ফুল দিয়ে পুনারায় যাত্রা বিরতি কার্যক্রম চালু করেন

দুষ্কৃতকারীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি আট মাস পর পুনরায় চালু হলো।

শনিবার (১৩ নভেম্বর) কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ফুল বিতরণ করে এবং গার্ড ব্রেকে ফ্ল্যাগ সিগন‌্যাল প্রদানের মাধ্যমে পুনারায় যাত্রা বিরতি চালু করেন।

পরে উপস্থিত সাংবাদিকদের সামনে ওই ঘটনার বিস্তারিত তুলে ধরে মন্ত্রী বলেন, ‘গত ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে কর্তব্যরত স্টেশন মাস্টারের রুম, অপারেটিং রুম, ভিআইপি রুম, প্রধান বুকিং সহকারীর রুম,  টিকিট কাউন্টার, প্যানেল বোর্ডসহ সিগনালিং যন্ত্রপাতি, পয়েন্টের সিগন্যাল বক্সসহ লেভেল ক্রসিং গেট ও অন্যান্য স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।  এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ের আড়াই কোটি টাকার ক্ষতি হয়। পরের দিন থেকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রা বাতিল করা হয়। প্রায় আট মাস পরে এটি আবার চালু করা হচ্ছে।’ 

তিনি বলেন, ‘পূর্বে যেভাবে যাত্রা বিরতি ছিলো আজ থেকে এক‌ইভাবে যাত্রা বিরতি করবে। স্টেশনে ১৪টি আন্তঃনগর, ৮টি মেইল এবং ৪টি কমিউটার ট্রেনের যাত্রা বিরতি রয়েছে।’  

মন্ত্রী এ সময় বলেন, ‘যারা স্বাধীনতাবিরোধী, যারা বাংলাদেশ চায় না তারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ প্রক্রিয়া চলমান আছে।’

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব: ৪৯ মামলায় আসামি ৩৫ হাজার

‘স্বাধীনতাবিরোধীরা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে হামলা চালিয়েছে’

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে হামলা: সব ট্রেনের যাত্রাবিরতি স্থগিত, আটক ১৪

ঢাকা/হাসান/ইভা ​​​​​​​

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়