ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দুর্নীতি নিয়ে টিআইবির প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত: তথ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ২৬ জানুয়ারি ২০২২   আপডেট: ১৭:৩৮, ২৬ জানুয়ারি ২০২২
দুর্নীতি নিয়ে টিআইবির প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত: তথ্যমন্ত্রী

দুর্নীতির ধারণা সূচক নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার (২৬ জানুয়ারি) সচিবালয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘দুর্নীতি নিয়ে আগের ধারাবাহিকতায় টিআই যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা দেখে মনে হয় এটি গতানুগতিক ছাড়া কিছু নয়।’

টিআই একটি এনজিও উল্লেখ করে তিনি বলেন, ‘তারা বিভিন্ন জায়গা থেকে ফান্ড সংগ্রহ করে চলে। টিআই জাতিসংঘের অ্যাফিলিয়েটেড কোনো সংস্থাও নয়। এটিকে আমাদের দেশে অনেক গুরুত্ব দেওয়া হলেও ভারতসহ অনেক দেশে গুরুত্ব দেওয়া হয় না।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের সংগঠন থাকা ভালো, কিন্তু সেই সংগঠনের কোনো প্রতিবেদন যদি ভুল তথ্য-উপাত্তে হয় কিংবা ফরমায়েশি, উদ্দেশ্যপ্রণোদিত বা গতানুগতিক হলে সেই সংস্থার মানমর্যাদা ক্ষুণ্ণ হয়, সেটি একপেশে হয়। এবারের রিপোর্টটাও গতানুগতিক, একপেশে।’

হাছান মাহমুদ বলেন, ‘সম্প্রতি নির্বাচন কমিশন গঠন আইন নিয়ে টিআইবি বিবৃতি দিয়েছে। তারা তো দুর্নীতি নিয়ে কাজ করে। নির্বাচন কমিশন আইন কিংবা নির্বাচন কমিশন গঠন পুরো বিষয়টি রাজনৈতিক। রাজনৈতিক ইস্যুতে বিবৃতি দিয়ে টিআইবি প্রমাণ করেছে, তারা রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হয়। টিআইবির বিবৃতি ও বিএনপির বিবৃতির মধ্যে কোনো পার্থক্য ছিল না।’

মন্ত্রী বলেন, ‘টিআই তাদের প্রতিবেদনে বলেছে, তারা কোনো দেশে মতপ্রকাশের স্বাধীনতা কতটুকু আছে সেটিও বিবেচনায় নেয়। প্রশ্ন হচ্ছে, তাদের প্রতিবেদনে সিঙ্গাপুরকে প্রায় দুর্নীতিমুক্ত দেশ হিসেবে দেখানো হয়েছে। কিন্তু সেখানে আমাদের দেশের মতো মতপ্রকাশের ও গণমাধ্যমের স্বাধীনতা নেই। তাহলে সিঙ্গাপুর কিভাবে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে বিবেচনায় আসে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের দুর্নীতির কথা সবাই জানে। বাংলাদেশকে সেই পাকিস্তানের নিচে দেখিয়েছে টিআই। এই তথ্য-উপাত্ত বলে দেয় টিআইবির রিপোর্ট একপেশে, ভুল।’

নঈমুদ্দীন/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়