ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশে প্রথমবারের মতো ই-স্পোর্টস টুর্নামেন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ৪ মার্চ ২০২২  
দেশে প্রথমবারের মতো ই-স্পোর্টস টুর্নামেন্ট

দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিকমানের ই-স্পোর্টস টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে এরিনা অফ ভ্যালর, বাংলাদেশ। সাউথ এশিয়া কোয়ালিফায়ার্সের এই আয়োজনে থাকছে ৭৫ লাখ টাকার পুরস্কার।

এরই মধ্যে শুরু হয়েছে টুর্নামেন্টের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চলবে ১৪ মার্চ পর্যন্ত। এরিনা অফ ভ্যালর ডাউনলোড করে যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: www.aovsaesports.com।

আরো পড়ুন:

১১ মার্চ থেকে শুরু হবে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা। চলবে ২২ মার্চ পর্যন্ত। আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশ, পাকিস্তান, কম্বোডিয়া ও মিয়ানমার থেকে ৮ দল যাবে চূড়ান্ত পর্বে।

বিজয়ীরা ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে আয়োজিত ল্যান ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।  ফাইনালে বিজয়ী দল সুযোগ পাবে এআইসিতে অংশ নেওয়ার। টুর্নামেন্টের বিষয়ে আরও তথ্য পেতে এরিনা অফ ভ্যালরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবের পরামর্শ দিয়েছে আয়োজকরা।

এরিনা অফ ভ্যালর, বাংলাদেশের কান্ট্রি হেড কাজী আরাফাত হোসেন বলেন, ‘প্রথমবারের মতো সাউথ এশিয়া পর্যায়ে এত বড় একটি ই-স্পোর্টস টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।’

৭৫ লাখ টাকার মধ্যে আঞ্চলিক পর্যায়ে বিজয়ীদের দেওয়া হবে ৩৫ লাখ টাকা, আর চূড়ান্ত বিজয়ীদের দেওয়া হবে ৪০ লাখ টাকার পুরস্কার।

/হাসান/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়