ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা মহানগর হেফাজতের নতুন কমিটি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ১৪ জুন ২০২২  
ঢাকা মহানগর হেফাজতের নতুন কমিটি

মাওলানা আবদুল কাইয়ুম সুবহানীকে সভাপতি ও মুফতি কেফায়েতুল্লাহ আজহারীকে সাধারণ সম্পাদক করে হেফাজতে ইসলামের ঢাকা মহানগরী শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৩ জুন) খিলগাঁওয়ে মাখজানুল উলুম মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ কমিটি গঠন করা হয়। হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বৈঠকে সভাপতিত্ব করেন।

আরো পড়ুন:

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা মহানগরীর নতুন কমিটিতে যুগ্ম মহাসচিব হয়েছেন মাওলানা আনিসুর রহমান ও মাওলানা নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনিরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, সদস্য মুফতি কামাল উদ্দীন, মাওলানা রাশেদ বিন নুর ও মাওলানা সানাহুল্লাহ হাফেজ্জী। মাওলানা আবদুল আওয়ালকে নায়েবে আমির করা হয়েছে।

এছাড়া, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া সিরাজিয়ার মুহতামিম মাওলানা তানভিরুল হক সিরাজীকে হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে। সাইয়েদ মাহফুজ খন্দকারকে হেফাজতের কেন্দ্রীয় কমিটির মিডিয়া বিভাগের সমন্বয়ক করা হয়েছে।

নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়