ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মা সেতুর বিরোধিতাকারীদের নাম জাদুঘরে রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ১৯ জুন ২০২২  
পদ্মা সেতুর বিরোধিতাকারীদের নাম জাদুঘরে রাখার দাবি

পদ্মা সেতু নির্মাণে বিরোধিতাকারীদের আইনের আওতায় আনার দাবি করেছেন আওয়ামী লীগের সংসদ সদস‌্য (বরগুনা-১) ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। পাশাপাশি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় যে জাদুঘর হবে সেখানে পদ্মা সেতুর বিরোধিতাকারীদের বিস্তারিত তথ্য তুলে ধরাও দাবি করেন।

রোববার (১৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থ বছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

ভাঙ্গায় জাদুঘর নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণার বিষয়ে তিনি বলেন, পদ্মা সেতুর যন্ত্রপাতি নিয়ে ভাঙ্গায় জাদুঘর হবে। আমার প্রস্তাব থাকবে, যারা পদ্মা সেতু নির্মাণে বিরোধিতা করেছে তাদের তথ্য ওই জাদুঘরে রাখতে হবে। কোনও নতুন রাস্তা তৈরির দরকার নেই। বিদ্যমান যে রাস্তাগুলো আছে তা মেরামত করে চলার উপযোগী করাতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বরগুনায় ২৫০ বেডের হাসপাতাল দিয়েছেন। সেখান ভবন নির্মাণ শেষ হয়েছে কিন্তু ডাক্তার নেই। নার্স নেই। ১০০ বেডের হাসপাতালের খাদ্যে আড়াই শ বেড়ের হাসপাতাল চলে। বরগুনায় মডেল মসজিদ নির্মাণের কাজ এগুচ্ছে না বলে সংসদকে জানান তিনি।

আসাদ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়