ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘শত বছরের গ্যারান্টি রয়েছে পদ্মা সেতুর’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ২৫ জুন ২০২২   আপডেট: ১২:৪৩, ২৫ জুন ২০২২
‘শত বছরের গ্যারান্টি রয়েছে পদ্মা সেতুর’

মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম (ফাইল ফটো)

মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, স্বপ্নের পদ্মা সেতু বিশ্বের স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। এ সেতু নির্মাণ হওয়ায় আমরা গর্বিত। একশ বছরের স্থাপত্য গ্যারান্টি রয়েছে পদ্মা সেতুর। ঠিকমতো রক্ষণাবেক্ষণ করলে আগামী একশ বছরেও এ সেতুর কোনো ক্ষতি হবে না।

শনিবার (২৫ জুন) মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্ভোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সচিব এ কথা বলেন। 

আরো পড়ুন:

সড়ক পরিহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। 

মন্ত্রিপরিষদ সচিব পদ্মা সেতু প্রকল্প নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। ঐতিহাসিক এ প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত থেকে সহায়তা করায় তিনি বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতাও জানান।

ঢাকা/হাসিবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়