ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘পদ্মা সেতু বাঙালির আত্মবিশ্বাসের প্রতীক’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ২৫ জুন ২০২২   আপডেট: ১২:০৯, ২৫ জুন ২০২২
‘পদ্মা সেতু বাঙালির আত্মবিশ্বাসের প্রতীক’

ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেছেন, পদ্মা সেতু বাঙালির সততা ও আত্মবিশ্বাসের প্রতীক। অনেক চড়াই উতরাই পেরিয়ে এ সেতু নির্মাণ করে সেটিই প্রমাণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পৌঁছে এসব কথা বলেন তিনি। 

আরো পড়ুন:

মেয়র বলেন, আমাদের বিশ্বাস ছিল আমরা পারবো। কিন্তু অনেকে অবিশ্বাস করেছেন, বলেছেন পদ্মা সেতু হবে না। কিন্তু প্রধানমন্ত্রী পদ্মা সেতু নির্মাণ করে সেটা প্রমাণ করলেন। পদ্মা সেতু বঙ্গবন্ধুর সেই ৭ মার্চের ভাষণের মতো। জাতীর জনক বলেছিলেন, 'বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না'। আজ বঙ্গবন্ধু কন্যা পদ্মা সেতু তৈরি করে সারা বিশ্বের মানচিত্রে দেখিয়ে দিয়েছেন, বাংলাদেশকে আর কেউ দাবায়ে রাখতে পারবে না। তার প্রতীকই হচ্ছে এই পদ্মা সেতু।

প্রসঙ্গত, শনিবার সকাল ১০টায় মাওয়া পয়েন্টে সুধী সমাবেশে যোগ দেন প্রধনামন্ত্রী শেখ হাসিনা। এর আগে শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে মুন্সিগঞ্জের মাওয়া পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

মেয়া/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়