ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পদ্মা সেতুতে অ্যাম্বুলেন্সের টোল ফ্রি করার আবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ২৫ জুন ২০২২   আপডেট: ১৩:৩২, ২৫ জুন ২০২২
পদ্মা সেতুতে অ্যাম্বুলেন্সের টোল ফ্রি করার আবেদন

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (ফাইল ফটো)

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমাদের স্বপ্ন, আমাদের যোগসূত্র পদ্মা সেতু। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগের কারণে আজ আমরা বাস্তবে সেই সেতু দেখতে পাচ্ছি। সেজন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা সারা দেশের মানুষ আনন্দিত। আজকের এই খুশির দিনে ওনার কাছে আমার আবেদন থাকবে- এই পদ্মা সেতুতে অ্যাম্বুলেন্সের টোল ফ্রি করে দেওয়া, পাশাপাশি বিদেশিদের জন্য ডাবল টোলের ব্যবস্থা করা।

শনিবার (২৫ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেছেন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়। তেমনি আমন্ত্রণ পেয়ে হুইল চেয়ারে করে সেখানে উপস্থিত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। তিনি তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন জানান।

বিএনপির ৭ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেটা তারা ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে ডা. জাফরুল্লাহ বলেন, 'এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এটা বিএনপির দলীয় সিদ্ধান্ত। সরকারের তরফ থেকে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, এতে আমি সম্মানিত বোধ করছি। আমি সেজন্য খুশি।'

ডা. জাফরুল্লাহ বলেন, 'তবে আমি মনে করি, খালেদা জিয়াকে আজকে দাওয়াত দেওয়া উচিত ছিল। শারীরিক কারণে হয়তো তিনি আসতে পারতেন না। আর বিএনপি সব ভুলে এই অনুষ্ঠানে আসলে ভালো হতো। এই পদ্মা সেতু কোনো দলের না, এটা আমাদের দেশের বিজয়, অর্জন। আমি সব সময় ভালো কাজের প্রশংসা করি, করতে হবে। সেটা যেই করুক না কেনো।'

মেয়া/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়