ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মাস্ক ব্যবহারে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ৩ জুলাই ২০২২   আপডেট: ১৮:৫০, ৩ জুলাই ২০২২
মাস্ক ব্যবহারে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাইল ছবি

মাস্কের ব্যবহার নিশ্চিত করতে কঠোর হতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩ জুলাই) মন্ত্রিসভার ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এর আগে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রীরা বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাস্ক ছাড়া কেউ বাইরে চলাফেরা করতে পারবেন না। এটা নিশ্চিত করতে প্রয়োজনে আইন প্রয়োগ করা হবে।

তিনি বলেন, বর্তমানে আমাদের মধ্যে মাস্ক সম্পর্কে এক ধরনের অনীহা চলে এসেছে। সবার ধারণা, বর্তমানের করোনাভাইরাসে কোনও ক্ষতি হবে না। কিন্তু যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা করোনা আক্রান্ত হচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

আসাদ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়