ঢাকা     শনিবার   ০৪ মে ২০২৪ ||  বৈশাখ ২১ ১৪৩১

ফেসবুকের যে পোস্ট ছুঁয়ে গেছে মানুষের হৃদয়

সাইফ বরকতুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ২ আগস্ট ২০২২   আপডেট: ১০:৪২, ২ আগস্ট ২০২২
ফেসবুকের যে পোস্ট ছুঁয়ে গেছে মানুষের হৃদয়

মায়ের জীবনসঙ্গীর জন‌্য বিজ্ঞপ্তি দিয়ে ছেলের পোস্ট। ছবি সংগৃহীত

সঙ্গী ছাড়া জীবন হয়তো চলতে পারে। কিন্তু তা-কি উপভোগ করা যায়। জীবনের তাগিদে তাই জীবনসঙ্গী বেছে নেয় মানুষ। সেই বেছে নেওয়ার প্রক্রিয়া কখনো ছাড়িয়ে যায় ভৌগলিক সীমানা, কখনো ভেঙে দেয় বয়সের বাধা। সামাজিক যোগাযোগ মাধ‌্যমে প্রায়ই চলে সঙ্গী নির্বাচন নিয়ে নানা আলোচনা, সমালোচনা। এই তো গত দুই-তিন দিন আগে নেটিজেনদের কাছে আলোচনায় ছিল, ‘ প্রেমের পর কলেজ শিক্ষিকার সঙ্গে ছাত্রের বিয়ে’।  আর এবার ব‌্যতিক্রমী খবর হলো, মায়ের জন্য পাত্র চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন ছেলে।

ফেসবুক পোস্টে বিজ্ঞপ্তিতে যা ছিল
মায়ের জন্য পাত্র চেয়ে ফেসবুকে বিজ্ঞাপন দেন ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা মোহাম্মদ অপূর্ব। গত শনিবার (৩০ জুলাই) রাত পৌনে ১০টার দিকে জীবনসঙ্গী খুঁজে দেওয়ার ‘বিসিসিবি মেট্রিমনিয়াল: হেভেনলি ম্যাচ’ নামের ফেসবুক গ্রুপে মায়ের জন্য পাত্র চেয়ে পোস্ট করেন অপূর্ব। তিনি ‘জি অ্যান্ড টেক’ নামে একটি অনলাইন ব্যবসা-প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এমডি।  রাইজিংবিডির পাঠকদের পোস্টটি তুলে ধরা হলো।

‘বাবা মারা গেছে, তাই আম্মুর জন্য পাত্র খুঁজছি। পাত্র ঢাকার আশপাশের বাসিন্দা হলে ভালো। ব্যবসায়ী বা জব হোল্ডার, শিক্ষাগত যোগ্যতা কম হলেও সমস্যা নেই। নামাজি হতে হবে। মানে একদম সাদামাটা একজন যে আম্মুর জীবনের বাকি চলার পথগুলোর সঙ্গী হবেন। বয়স ৪২-৫০ বছর হলে ভালো হয়। পাত্রীর নাম ডলি আক্তার। ২ ছেলে রয়েছে, বড় ছেলের পেশা ব্যবসা এবং ছোট ছেলের পেশা অনলাইনে ব্যবসা। পাত্রীর বয়স ৪২ বছর। পড়াশোনা অষ্টম শ্রেণি পর্যন্ত। স্থায়ী ঠিকানা: কেরাণীগঞ্জ, ঢাকা। পারিবারিকভাবেই বিয়ে দিতে ইচ্ছুক।’

পোস্টটি ছুঁয়ে গেছে মানুষের হৃদয়
সামাজিক মাধ‌্যমে এই পোস্ট দেওয়ার পর মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। নেটিজেনরা নানারকম আলোচনা করছেন সামাজিক মাধ‌্যমে। কেউ কেউ ছেলেকে প্রশংসা করে স‌্যালুট জানিয়েছেন। Bengali Sarcasm নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘এই ছেলেটিকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই। এমন ছেলে প্রতিটি মায়ের কোলে জন্মাক যে তার মাকে শ্রেফ মা হিসেবে না দেখে একজন ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং হিসেবে দেখতে শিখবে। মায়ের ভালোলাগা মন্দলাগা, ইচ্ছে অনিচ্ছা, স্বাধীনতা, একাকীত্বকে যে সন্তান উপলব্ধি করতে শিখবে৷ আমি চাই সমস্ত দেশ সমস্বরে একযোগে এই ছেলেকে স‌্যালুট জানাক। এরাই আসলে সোনার ছেলে। চেইঞ্জ মেকার। যারা পরিবর্তন নিয়ে আসে। ’

তানজিনা আফরিন নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘সাধুবাদ জানাই। আমাদেরও মানসিকতা পরিবর্তন করা দরকার। সবার জীবনেই সঙ্গী দরকার। এটাই চিরন্তন, এটাই সুন্দর।’

ফেসবুকে নেটিজেনদের সাধুবাদ। ছবি ফেসবুক থেকে নেওয়া

সাদমান সাবের লিখেছেন, ‘সুন্দর সিদ্ধান্ত। বয়সকালে একজন সঙ্গীর প্রয়োজন। এটা অনেকেই বোঝে না। এরকম অনেকে একাকীত্ব জীবনযাপন করছে কিন্তু পরিবারের সদস্যরা বুঝতে পারে না তাদের কষ্ট। এজন্য মনোভাবের পরিবর্তন হওয়া দরকার। স‌্যালুট ছেলেটিকে।’

সাইফুল্লাহ আল মামুন লিখেছেন, ‘সামাজিক কুসংস্কার ধ্বংস হলো তোমার পোষ্ট থেকে। তোমার মা এমন ছেলের জন্য গর্ব করতে পারেন।’

মনজুর হোসেইন লিখেছেন, ‘ভাই তোমার জন্য হাজার কোটি সালাম জানাই।’

/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়