ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উত্তরায় রিকশা গ্যারেজে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩ 

মেডিক‌্যাল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ৭ আগস্ট ২০২২   আপডেট: ০৯:৪৫, ৭ আগস্ট ২০২২
উত্তরায় রিকশা গ্যারেজে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩ 

রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে নূর হোসেন (৬০) নামে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন জনে। 

শনিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আর রাত ২টার দিকে ওই গ্যারেজের মালিক গাজী মাজহারুল ইসলাম(৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

আরো পড়ুন:

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইয়ুব হোসেন এ তথ‌্য নিশ্চিত করে বলেন, নূর হোসেনের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিলো। এ ঘটনায় দগ্ধ আরও পাঁচ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সবার অবস্থায় আশঙ্কাজনক। 

এর আগে শনিবার (৬ আগস্ট) দুপুরে কামারপাড়ার ওই রিকশার গ্যারেজে বিস্ফোরণ হয়।

দগ্ধ ব‌্যক্তিরা জানান, রিকশা গ্যারেজের ভেতর ভাঙারি মালামালের ব্যবসা আছে। সেখানে স্ক্র্যাপ মেশিনে চাপ দিয়ে মালামাল এক করা হয়। মালামালের ভেতরে বিভিন্ন স্প্রে বোতল ছিল। হঠাৎ বিস্ফোরণে সেখানে আগুন ধরে যায়। তাতে গ্যারেজে অবস্থান করা সবাই দগ্ধ হন। 

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়