ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘পবিত্র আশুরা, বর্বরতার বিরুদ্ধে সত‌্য ও ঐক্যের আহ্বান’ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ৯ আগস্ট ২০২২  
‘পবিত্র আশুরা, বর্বরতার বিরুদ্ধে সত‌্য ও ঐক্যের আহ্বান’ 

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেন, সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময়, শোকাবহ এবং মহমান্বিত একটি দিন পবিত্র আশুরা। যার ইতিহাস অত্যন্ত করুণ এবং বর্বরতার বিরুদ্ধে এ যেনো ঐক্য ও সত্যের আহ্বান। হযরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) এবং তার পরিবারের সদস্যবৃন্দ ও অনুসারীরা এদিনে ইয়াজিদ বাহিনীর হাতে কারবালা প্রান্তরে শহীদ হন। ইয়াজিদের মতো জালিমের সঙ্গে আপোস না করে ইসলামের জন‌্য অকাতরে জীবন বিলিয়ে দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন।

পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার (৯ আগস্ট) বিদেশ থেকে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন। 

বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব, মো. মামুন হাসান স্বাক্ষরিত বাণীতে বেগম রওশন এরশাদ বলেন, কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভাস্বর পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদেরকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে। প্রেরণা যোগায় সত্য ও সুন্দরের পথে চলার। পবিত্র আশুরার মহান শিক্ষা সকলের জীবনে প্রতিফলিত হোক এমনই প্রত্যাশা করেন বিরোধী দলীয় নেতা।

নঈমুদ্দীন/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়