রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
মেডিক্যাল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় মো. সানি (২০) নামে এক যুবক মারা গেছেন।
বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ৪ নম্বর সেক্টর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসা রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাবি সোনিয়া আক্তার বলেন, সানি গাড়ি চালাতো। রাতে রেললাইন পারাপারের সময় একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে প্রথমে বাংলাদেশ মেডিক্যালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
সানির বাড়ি পটুয়াখালী সদরে। বাবার নাম আব্দুস সালাম। উত্তরা ৪ নম্বর সেক্টরে ১০ নম্বর রোডের একটি বাসায় তারা থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/বুলবুল/ইভা
আরো পড়ুন