ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাইবান্ধায় এক-তৃতীয়াংশ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ১২ অক্টোবর ২০২২   আপডেট: ১৩:৩৬, ১২ অক্টোবর ২০২২
গাইবান্ধায় এক-তৃতীয়াংশ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ

নানা অনিয়মের কারণে ৪৫ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয়

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে এক-তৃতীয়াংশ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নানা অনিয়মের কারণে বুধবার (১২ অক্টোবর) দুপুর পর্যন্ত মোট ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করা হয়। 

ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো. আসাদুল হক এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

নির্বাচন ভবনের স্থাপিত কন্ট্রোলরুম থেকে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে ভোট কারচুপিসহ নানা অনিয়ম হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ইসি।

আরও পড়ুন: ভোট নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে: সিইসি

ইসির আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (কমিউনিকেশন) স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, ১৪৫ ভোটকেন্দ্রের অভ্যন্তরে ২টি এবং প্রতিটি ভোটকক্ষের ভেতর (গোপন বুথের দৃশ্য ব্যতিত) ৯৫২টিসহ সর্বমোট এক হাজার ২৪২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। ভোটগ্রহণ সরাসরি পর্যবেক্ষণের জন্য ঢাকাস্থ নির্বাচন ভবনে একটি পর্যবেক্ষণ কেন্দ্রও স্থাপন করা হয়। পর্যবেক্ষণে ৪৫ কেন্দ্রে অনিয়মন ধরা পড়েছে।

সাঘাটা উপজেলার ১০টি ও ফুলছড়ি উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন।

নির্বাচনে মাহমুদ হাসান রিপন (আওয়ামী লীগ), এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি), অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র) ও সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

সাবেক সংসদ সদস্য ও একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই মারা যাওয়ায় গাইবান্ধা-৫ আসন  শূন্য হয়। 

ঢাকা/হাসিবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়