ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শাহজাহান সিদ্দিকীর মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রী ও সচিবের শোক 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২৫ নভেম্বর ২০২২  
শাহজাহান সিদ্দিকীর মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রী ও সচিবের শোক 

শাহজাহান সিদ্দিকী

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ও অবসরপ্রাপ্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সিদ্দিকী বীর বিক্রমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস এর সভাপতি মো. ফরিদুল হক খান এবং ধর্ম সচিব কাজী এনামুল হাসান।

শুক্রবার (২৫ নভেম্বর) এক শোক বার্তায় তারা বলেন, শাহজাহান সিদ্দিকী মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে সম্মুখ সমরে যুদ্ধ করে দেশের স্বাধীনতা অর্জনে অসামান্য অবদান রেখে গেছেন। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনেও এ বীর মুক্তিযোদ্ধা দেশ ও মানুষের কল্যাণে নিরলস কাজ করে গেছেন। দেশ মাতৃকার কল্যাণে নিবেদিত এই সূর্য সন্তানের অবদানের কথা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ধর্ম প্রতিমন্ত্রী ও ধর্ম সচিব।

শাহজাহান সিদ্দিকী বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।

শাহজাহান সিদ্দিকী ইসলামিক ফাউন্ডেশনের সচিব হিসেবে ১৯৯২-১৯৯৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 

শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাযা হবে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া নিজ বাড়িতে দাফন করা হবে।

/নঈমুদ্দীন/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়