ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

ডিএসসিসির কম রাজস্ব আদায়ের কারণ জানতে চেয়েছে স্থানীয় সরকার বিভাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ২৫ ডিসেম্বর ২০২২  
ডিএসসিসির কম রাজস্ব আদায়ের কারণ জানতে চেয়েছে স্থানীয় সরকার বিভাগ

চলতি অর্থবছরের (২০২২-২০২৩) প্রথম প্রান্তিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব আদায় কম হয়েছে। এ বিষয়ে কারণ দর্শানোর নোটিস দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরের প্রথম কোয়ার্টারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব আয় ছিল ২৯২ দশমিক ৭৯ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরের প্রথম কোয়ার্টারের রাজস্ব আয় ২৭২ দশমিক ০৯ কোটি টাকা। রাজস্ব আয় গত অর্থবছরের প্রথম কোয়ার্টারের তুলনায় কমেছে, যা বৃদ্ধি পাওয়া স্বাভাবিক ছিল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চলতি ২০২২-২০২৩ অর্থবছরের প্রথম কোয়ার্টারে রাজস্ব আয় গত অর্থবছরের প্রথম কোয়ার্টারের তুলনায় কম হওয়ার কারণ জানানোর জন্য অনুরোধ করা হলো।

আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়