ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সহপাঠীর মৃত্যু: বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ২৩ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৩:৩০, ২৩ জানুয়ারি ২০২৩
সহপাঠীর মৃত্যু: বিমানবন্দর সড়কে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

নাদিয়ার মৃত্যুর প্রতিবাদে কাওলায় অবরোধ শিক্ষার্থীদের

নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় বিমানবন্দর সড়কের কাওলা ব্রিজের নিচে অবরোধ কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটি শিক্ষার্থীরা।

আরও পড়ুন: বাসচাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত, চালকসহ গ্রেপ্তার ২

সোমবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে খিলক্ষেত থেকে উত্তরাগামী রাস্তার যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দলোনরত শিক্ষার্থীরা নাদিয়ার মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমরা বারবার আন্দোলন সংগ্রাম করছি। একের পর এক আমাদের ভাই-বোনকে হারাতে হচ্ছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

এদিকে, আন্দোলনরত শিক্ষার্থীরা কয়েকটি দাবি জানিয়েছেন। এগুলো হলো ভিক্টর ক্লাসিক বাসের রোড পারমিট বাতিল করতে হবে। নাদিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। কাওলা এলাকায় স্থায়ী বাস স্টপিজ করতে হবে।
 

/মাকসুদ/সাইফ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়