লালবাগে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথের ছাত্রী নিহত
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

রাজধানীর লালবাগে কার্ভাডভ্যান চাপায় সানজিদা আক্তার তামান্না (২৭) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় কার্ভাডভ্যান ও মোটরসাইকেল চালকসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত সানজিদা আক্তার তামান্না নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ধানমন্ডি আবাহনী মাঠের সামনে থেকে মোটরসাইকেলে করে লালবাগ হয়ে তার বাসা কামরাঙ্গীরচর যাচ্ছিলেন। লালবাগ বেড়িবাঁধ এলাকায় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিলে পেছন থেকে সানজিদা পড়ে যান। এ সময় ওই কাভার্ডভ্যানটি তার ওপর দিয়ে চলে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সানজিদাকে রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।
নিহত শিক্ষার্থীর বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার ওয়াসেটপুর এলাকায়। তার বাবার নাম আবু তাহের।
ঢাকা/মাকসুদ/বুলবুল/ইভা
আরো পড়ুন