ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আফতাবনগরে নতুন পাসপোর্ট অফিস, সেবা পাবে ৯ থানার বাসিন্দা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ৬ মে ২০২৩  
আফতাবনগরে নতুন পাসপোর্ট অফিস, সেবা পাবে ৯ থানার বাসিন্দা

রাজধানীর ৯টি থানার বাসিন্দাদের সেবা দেওয়ার লক্ষ্যে নতুন পাসপোর্ট অফিস চালু হচ্ছে আফতাবনগরে। আগামীকাল রোববার (৭ মে) আফতাবনগরের এফ ব্লকের ২ নম্বর সেক্টরের ৪ তলা একটি ভবনে ‘আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব’র আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু হবে।

শনিবার (৬ মে) মোবাইল ফোনে গভ.ইনফো থেকে এক খুদে বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, ‘মুগদা, সবুজবাগ, শাহজাহানপুর, খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, বাড্ডা, হাতিরঝিল থানার ই-পাসপোর্ট সেবা আগামী ৭ মে থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা পূর্ব (আফতাবনগর) হতে দেওয়া হবে’।

উদ্বোধনের দিন থেকেই নতুন অফিসে সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। নতুন এ পাসপোর্ট অফিস থেকে প্রতিদিন ৫০০-৬০০ জন সেবা নিতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর মধ্যে অন্যতম আধুনিক একটি পাসপোর্ট অফিস হতে যাচ্ছে এই আঞ্চলিক অফিসটি। উদ্বোধনের পর প্রতিদিন সকাল ৯টা থেকে সেবাপ্রত্যাশীরা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়