ঢাকা     বৃহস্পতিবার   ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||  আশ্বিন ১৩ ১৪৩০

শ্যামলীতে আগুন লাগা ভবন থেকে মৃত একজনকে উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ২ জুন ২০২৩   আপডেট: ০৮:৪৬, ২ জুন ২০২৩
শ্যামলীতে আগুন লাগা ভবন থেকে মৃত একজনকে উদ্ধার

শ্যামলীতে রুপায়ন শেলফোর্ড নামের ভবনে আগুন লাগে

রাজধানীর শ্যামলীতে আগুন লাগা বহুতল ভবন থেকে মৃত একজনকে উদ্ধার করা হয়েছে।এছাড়া ভবনের বিভিন্ন তলায় আটকে পড়া ২৩ জনকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে। তবে মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক রাইজিংবিডিকে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রুপায়ন শেলটেক ২০ তলা ভবনের সাত তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি। তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
 
 

/মাকসুদ/এসবি/ 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়