ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩৯ মিলিয়ন জন্মনিয়ন্ত্রণ পিল কেনার উদ্যোগ

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ২০ জুন ২০২৩  
৩৯ মিলিয়ন জন্মনিয়ন্ত্রণ পিল কেনার উদ্যোগ

ছবি: সংগৃহীত

সরকারি পরিবার পরিকল্পনা কার্যক্রমে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে ৩৯ মিলিয়ন সাইকেল খাবার বড়ি (জন্মনিয়ন্ত্রণ পিল) কেনার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি (৪এইচপিএনএসপি) এর আওতায় এসব পিল কেনা হবে। এতে ব্যয় হবে ১৯৫ কোটি টাকা। তিনটি ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ৭টি প্যাকেজে এসব পিল সরবরাহ করবে।

সূত্র জানায়, সরকারি পরিবার পরিকল্পনা কার্যক্রমে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম) মাঠ পর্যায়ের বিভিন্ন সেবা কেন্দ্রে পাঠানো হয় এবং পরিবার কল্যাণ সহকারীদের মাধ্যমে বাড়ি-বাড়ি গিয়ে গ্রহীতার কাছে বিতরণ করা হয়ে থাকে। এ বিবেচনায় ৪এইচপিএনএসপিভুক্ত ফিল্ড সার্ভিসেস ডেলিভারি অপারেশনাল প্ল্যান অনুযায়ী জিওবি (উন্নয়ন) খাতে ২০ মিলিয়ন সাইকেল ওরাল পিল (তৃতীয় প্রজন্ম) সহ এই আইটেমটি মোট ৩৯ মিলিয়ন সাইকেল পরিমাণ সংগ্রহের চাহিদার ভিত্তিতে ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক ক্রয় পরিকল্পনাতে অন্তর্ভুক্ত করা হয়।

সূত্র জানায়, অপারেশনাল প্ল্যানে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম) ক্রয়ের সংস্থান আছে। সে অনুযায়ী প্যাকেজের আওতায় খাবার বড়ি সংগ্রহের জন্য অভ্যন্তরীণ উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। অভ্যন্তরীণ বাজারের সামর্থ্য, সরবরাহকারীদের অভিজ্ঞতা, উৎপাদন ক্ষমতা এবং পণ্যাগারের ধারণ ক্ষমতা বিবেচনায় যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য সরবরাহ পাওয়া যায়। দেশীয় বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পায় সেজন্য ৩৯ মিলিয়ন সাইকেল ওরাল পিল (তৃতীয় প্রজন্ম) কে ৫টি লটে ভাগ করা হয়। এ বিষয়ে ক্রয় পরিকল্পনা তৈরি করে চুক্তি স্বাক্ষরের তারিখ থেকে ১৬ সপ্তাহের মধ্যে পণ্য সরবরাহের শর্ত দিয়ে অভ্যন্তরীণ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়।

সূত্র জানায়, কয়েকটি সংবাদমাধ্যমে দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের পর ৩টি প্রতিষ্ঠান ৫টি লটে দরপত্র সংগ্রহ করে। এর মধ্যে রেনেটা লিমিটেড ৭.৮০ মিলিয়ন সাইকেল করে ২টি লটে, টেকনো ড্রাগস লিমিটেড ৭.৮০ মিলিয়ন সাইকেল করে ২টি লটে এবং পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৭.৮০ মিলিয়ন সাইকেলের একটি লটে দরপত্র দাখিল করে। উদ্ধৃত প্রতি এককের দাম ৫০টাকা করে উল্লেখ করা হয়। প্রতি লটে অর্থাৎ ৭.৮০ মিলিয়ন সাইকেল খাবার বড়ি ক্রয়ে ব্যয় ধরা হয় ৩৯ কোটি টাকা।

সূত্র জানায়, ৩৯ মিলিয়ন সাইকেল ওরাল পিল (তৃতীয় প্রজন্ম) ৫টি লটের মাধ্যমে সংগ্রহের লক্ষ্যে পাওয়া দরপত্রগুলোর ওপর  দরপত্র মূল্যায়ন কমিটির প্রথম সভা গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। লট-১,২ এর বিপরীতে রেনেটা লিমিটেড; লট-৩,৪ এর বিপরীতে টেকনো ড্রাগস লিমিটেড এবং লট-৫ এর বিপরীতে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নাম সুপারিশ করে।

সূত্র জানায়, ৩৯ মিলিয়ন সাইকেল ওরাল পিল (তৃতীয় প্রজন্ম) ৫টি লটের মাধ্যমে সংগ্রহ করতে প্রতি এককের দাম ৫০ টাকা হিসেবে মোট খরচ হবে ১৯৫ কোটি টাকা। এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে বলে সূত্র জানিয়েছে।

/হাসনাত/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়