ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: মোদি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২২:৪০, ৮ সেপ্টেম্বর ২০২৩
শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: মোদি

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক টুইট (বর্তমানের এক্স) বার্তায় এ কথা জানান তিনি।

বার্তায় মোদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই আনন্দদায়ক। আমাদের আলোচনায় যোগাযোগ, বাণিজ্যিক সংযোগ এবং আরও অনেক কিছুর মতো বিষয় উঠে এসেছে।

এর আগে সন্ধ্যায় নয়াদিল্লির ৭ নম্বর লোককল্যাণ মার্গে নরেন্দ্র মোদির বাসভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

পড়ুন

দিল্লিতে হাসিনা-মোদি দ্বিপাক্ষিক বৈঠক শুরু

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীকে লাল গালিচায় স্বাগত

নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

/পারভেজ/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়